আমি মোসা: পপি আক্তার আমি বর্তমানে ভাষা শিক্ষা কোর্সে জাপানে অবস্থান করছি।
আমি ২০১৯ সাল থেকে জাপানে যাওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। ২০১৯ সালে অন্য একটি প্রতিষ্ঠান থেকে আমার ভাষা শিক্ষা কোর্স কমপ্লিট করি। তারপরে কোনো ভালো প্রতিষ্ঠান পায়নি জাপানে ফাইল প্রসেসিং করার জন্য।পরবর্তীতে পরিচয় হয় মোঃ মাসুদ রানা স্যারের সঙ্গে পরিচয় হয় এবং তার পরামর্শে আমি TUMH ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করি তিন মাস পর আমার সিইও লেটার ইস্যু হইলে আমি ইউনিভার্সিটিতে টিউশন ফ্রি পাঠিয়ে এম্বাসিতে ডেট নিয়ে আবেদনপত্র জমা করি আবেদন পত্র ভিসা পেয়ে যাই।এ ভিসা পাওয়ার ক্ষেত্রে রিইওয়া কনসালটেন্সি আমাদের কে সব দিক থেকে সকল ধরনের সাপোর্ট প্রদান করেছে।
আমি কোম্পানিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।